খেয়াল করলাম বেশ কিছুদিন ধরেই পুরাতন মুভি দেখতে ইচ্ছা করতেছে। ভাবলাম পুরাতন মুভিগুলো কোথায় পাওয়া যায়? খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম পুরান আমলের 2345 সিনেমার ভান্ডার। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কি করলাম।
যেভাবে খুঁজে পেলামঃ
প্রথমে আমি আমার কম্পিউটারের ব্রাউজারটা ওপেন করলাম।
তারপর এড্রেস বারে লিখলাম "2345 影视大全" পুরান ভার্সন।
এরপর সার্চ রেজাল্টগুলো একটু ঘাঁটাঘাঁটি করলাম। কয়েকটা লিংক পেলাম যেখানে লেখা ছিলো পুরাতন ভার্সন ডাউনলোড করা যাবে।
যেভাবে ইন্সটল করলাম:
একটা লিংকে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করলাম।
ডাউনলোড হয়ে গেলে, ফাইলটা যেখানে সেভ হয়েছে সেখানে গেলাম।
তারপর ফাইলটার উপর ডাবল ক্লিক করলাম, ইন্সটলেশন শুরু হয়ে গেলো।
কিছুক্ষণ ওয়েট করলাম, ইন্সটল হতে একটু সময় নিলো।
ইন্সটল হয়ে গেলে, ডেস্কটপে একটা আইকন দেখতে পেলাম।
যেভাবে ব্যবহার করলাম:
আইকনটাতে ডাবল ক্লিক করে এপ্লিকেশনটা ওপেন করলাম।
দেখলাম অনেক পুরাতন মুভি আর সিরিয়ালের লিস্ট দেখাচ্ছে।
সার্চ বারে আমার পছন্দের মুভিটার নাম লিখে সার্চ করলাম।
সাথে সাথেই মুভিটা পেয়ে গেলাম, আর কি! প্লে বাটনে চাপ দিয়ে মুভিটা দেখতে শুরু করলাম।
এভাবেই পুরাতন 2345 দিয়ে আমি আমার পুরান দিনের মুভি দেখার ইচ্ছাটা পূরণ করলাম। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন।
