খেয়াল আছে আমার স্পষ্ট, তখন আমি বাচ্চা ছেলে। টিভিতে কার্টুন দেখার জন্য পাগল। আর তখনই শুরু হলো পোকেমন! আহা, কী যে উত্তেজনা ছিল একেকটা পর্ব দেখার জন্য। ভাবলাম, নস্টালজিয়ায় ডুব দেওয়া যাক, খুঁজে বের করি সেই প্রথম সিজনের এপিসোড লিস্ট। ভাবা মাত্র কাজ শুরু!
প্রথমে গুগলে গিয়ে সার্চ করলাম "পোকেমন সিজন ১ এপিসোড লিস্ট"। কয়েকটা লিঙ্ক ঘেঁটে যা পেলাম, তা হলো:
- পর্ব ১: পোকেমন, আমি তোমাকে বেছে নিলাম! (এখানেই তো অ্যাশ আর পিকাচুর প্রথম দেখা, আর ফিয়ারোর সাথে মারামারি!)
- পর্ব ২: পোকেমন সেন্টারে জরুরী অবস্থা (ব্রক আর মিস্টি-র সাথে পরিচয় হল এই পর্বে)
- পর্ব ৩: অ্যাশ একটি পোকেমন ধরে (আহা, ক্যাটারপি-কে ধরা, বাটারফ্রি হয়ে উড়ে যাওয়া, সেই দৃশ্য!)
এরপর আরও কিছুদূর ঘাঁটাঘাঁটি করলাম। আরে, এত্ত এপিসোড! সবগুলোর নাম তো আর মনে নেই। তবে কয়েকটা এপিসোড আছে, যেগুলো ভোলা যায় না:
- সেই যে এপিসোডটা, যেখানে অ্যাশ চারমান্ডার-কে খুঁজে পায়, বৃষ্টিতে ভিজে প্রায় মরার মতো অবস্থা!
- কিংবা ধরো, স্কুইার্টল স্কোয়াড-এর সেই এপিসোড, যেখানে একদল স্কুইার্টল মিলে শহর জুড়ে ফায়ার হাইড্রেন্ট নিয়ে খেলা করছিল।
- আর হ্যাঁ, এব্রা আর ক্যাডাব্রা-র এপিসোডগুলো! সাব্রিনার জিম চ্যালেঞ্জ, সে তো আরেক ইতিহাস!
পুরো লিস্ট বানাতে গিয়ে দেখি, প্রায় ৮০টার বেশি এপিসোড! সবগুলোর নাম মনে করা তো আর চাট্টিখানি কথা নয়। ভাবলাম, থাক, স্মৃতিতেই না হয় থাকুক কিছুটা।
তবে হ্যাঁ, এইটুকু ঘাঁটাঘাঁটি করেই মনটা ভালো হয়ে গেল। সেই ছোটবেলার দিনগুলো যেন চোখের সামনে ভেসে উঠল। আপনারাও চাইলে একটু চেষ্টা করে দেখতে পারেন, নস্টালজিয়া কিন্তু মন্দ না!

